ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে সাতক্ষীরার সর্বস্তরের যুব সমাজের ব্যানারে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
মানববন্ধন শেষে সেখান থেকে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এ সময় সহস্রাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুনজিতপুর একাডেমী মসজিদের ইমাম মুফতি দিদারুল ইসলাম ফরিদি, পলাশপোল বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাও: শাহাদাত হোসেন, কামালনগর মসজিদের ইমাম মুফতি ইয়াছিন আলম, আয়োজক কমিটির আহবায়ক শেখ আব্দুল লতিফ, সদস্য আশফাক হোসেন রোমেল, জাহিদ হাসান রুপম প্রমুখ।
বক্তারা এ সময় ফ্রান্সের সকল পণ্য বয়কটসহ তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দিতে হবে। সকল ইমানদার মুসলমানদেরকে কাধে কাধ মিলিয়ে ইসলামী হুকুম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
খুলনা গেজেট / এমএম