সাতক্ষীরায় সহিংসতা নিরসনে ও সম্প্রীতি স্থাপনে ১৫ সদস্যের সুরক্ষা কমিটি গঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সাতক্ষীরা সদর পিএফজি কর্তৃক আয়োজিত সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনের জন্য জেলা বিএনপির সদস্য সচিবকে প্রধান করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও শিক্ষার্থীদের নিয়ে সম্প্রীতি সুরক্ষা কমিটি স্থাপন নামক ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
‘সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘সম্প্রতি রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সহিংসতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরীর চক্রান্ত চলছে। এধরনের চক্রান্ত আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। একই সাথে সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কাযক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরী করেছে। গুজবে কান না দিয়ে সম্মিলিতভাবে আমাদেরকে এ সমস্যা সমাধান করতে হবে।’
পিএফজি সদস্য প্রফেসর ড. দিলারা বেগম সভাপতিত্বে ও সাংবাদিক ও পিএফজি অ্যাম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবুল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলে আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, অধ্যক্ষ আশেক -ই- এলাহী, সনাক সভাপতি হেনরি সরদার, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অ্যাম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সহকারি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক গোলাম সরোয়ার, ওয়াইপিএজি সদস্য সমাপ্তি গাইন, হৃদয় মন্ডল, মুসফিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, আমরা যেন গুজবে কান না দেই, প্রকৃত ঘটনা জানার চেষ্টা করি এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি। এই পরিস্থিতিতে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সভায় সম্প্রীতির সাতক্ষীরা গড়ায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, পিএফজি’র সদস্যবৃন্দসহ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/জেএম