খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফুলতলায় মদসহ ৩ বিক্রেতা আটক

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা থানা পুলিশ সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ৮ লিটার মদসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে। এ ব্যাপারে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে  ফুলতলা চৌরঙ্গীর মোড় থেকে অভয়নগরের দূর্গাপর গ্রামের জাহিদ হোসেনের পুত্র তারজিত ইসলাম (১৮) ও সিদ্দিক গাজীর পুত্র মোস্তাক আহমেদ গাজীর পুত্র প্রিন্স গাজী (৩০) এর নিকট থেকে ৫ লিটার এবং পান বাজার থেকে ফুলতলার তাজপুর গ্রামের আনছার সিকদারের পুত্র আইনুল সিকদার (৩৯) এর নিকট থেকে ৩ লিটার দেশি মদ উদ্ধার করে। আটক মাদক বিক্রেতারা দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে এলাকায় মাদকের বেচাকেনা করে আসছে। এ ব্যাপারে স্থানীয় থানায় পৃথক দুটি মামলা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!