ফুলতলা উপজেলা ফাতেমা আমিনা নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা ও প্রতিষ্ঠাতা এবং ফুলতলা জেবি বিক্সস এর মালিক বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম ভুঁইয়া (৮৫) শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
তিনি ফুলতলার দামোদর ভুঁইয়া পাড়ার মৃতঃ বাহাদুর ভুঁইয়ার পুত্র। মৃত্যুকালে তিনি ১পুত্র ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। রোববার সকাল ১০টায় উপজেলা ফাতেমা আমিনা নূরানিয়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিতব্য জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফনের ঘোষনা রয়েছে।