খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

ফুলতলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে মারুফ-বিমান-নৃপেন পরিষদ জয়ী

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মারুফ-বিমান-নৃপেন পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।

সভাপতি পদে গাজী মারুফুল কবির (১৫০ ভোট), একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরা পারভীন (১১৭ ভোট), সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী (১৩৮ ভোট), প্রতিদ্বন্দ্বী সন্দীপন রায় (১২৮ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ মন্ডল (১৩৯ ভোট), প্রতিদ্বন্দ্বী অনুপম বিশ্বাস (১২৭ ভোট)।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মোঃ মহাসিন বিশ্বাস, প্রশান্ত কুমার রায়, গোলাম মোস্তফা, প্রেমচাঁদ দাস, আলহাজ্ব মাওঃ এ এইচ এম শফিউল্লাহ হাজেরী, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব ও রতন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব ও মাওঃ জাহিদুল ইসলাম, প্রকাশনা ও প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফ হোসেন মিয়া, দপ্তর সম্পাদক দেবদাস সরকার, সাংস্কৃতিক সম্পাদক টি এম আজিজুর রহমান, মহিলা সম্পাদিকা মমতাজ পারভীন, কোষাধ্যক্ষ নিরোদ কুমার মন্ডল, শিক্ষা গবেষনা পাঠাগার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সহ শিক্ষা গবেষনা সম্পাদক বিরেশ্বর বৈরাগী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক শেখ মুজিবর রহমান, সহ ক্রীড়া সম্পাদক রিপন কুমার মন্ডল, সহ প্রকাশনা ও প্রচার সম্পাদক শিল্পী বিশ্বাস।

এ ছাড়া সদস্য পদে মোঃ আফজাল হোসেন, অসীম কুমার বিশ্বাস, শশাংক কুমার রপ্তান, দীনেশ চন্দ্র মন্ডল, প্রভাত কুমার বিশ্বাস, মোঃ তৌহিদ রেজা ও মোঃ বদর উদ্দিন নির্বাচিত হন।

উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ভোট কেন্দ্রে শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলার ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭৩ শিক্ষক ভোটারের মধ্যে ২৭০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা ও আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম ও বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!