কয়েকদিন আগে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী পরী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি বাঘের নাম ‘গাজা’ রাখা হচ্ছে। ফিলিস্তিনের গাজার সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় গাজায় অনেক মানুষ উদ্বাস্তু হয়েছেন। তাদের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম ‘গাজা’ রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বলেন, গত ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী পরী তিনটি বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে ফিলিস্তিনের গাজা সিটির নাম অনুযায়ী একটি শাবকের নাম ‘গাজা’ রাখা হচ্ছে। বাকি দুটির নাম এখনো ঠিক হয়নি।
তিনি বলেন, বাঘেরা বন থেকে উচ্ছেদ হচ্ছে, বনে তাদের জায়গা কমে আসছে, মানুষের হাতে মারা পড়ছে। বাঘ কিছুই করেনি কিন্তু তার নিজের জায়গায় মানুষ প্রবেশ করছে। নিজের জায়গায় সে থাকতে পারছে না। মানুষের হাতে মারা পড়ছে। একইভাবে গাজাবাসী ও ফিলিস্তিনি জনগণ নিজের জায়গায় উদ্বাস্তু। তাদের পূর্বপুরুষের জায়গায় তারা থাকতে পারছেন না। তাদের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুটি ঘটনায় অনেক মিল রয়েছে। তারপর গাজাবাসীর ওপর সম্প্রতি ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় বাঘ ও ফিলিস্তিন জনগণ একই অবস্থায় আছেন, বিলুপ্তির পথে। এ কারণে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম ‘গাজা’ রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, গাজা নামটি এখনো প্রস্তাবিত। এখনও কনফার্ম হয়নি। তিন বাঘের মধ্যে যেটি ছেলে হবে তার নাম রাখা হবে গাজা।
চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, এর আগেও চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া একটি বাঘের নাম রাখা হয়ে ‘জো বাইডেন’। বাঘ শাবকটির নাম ‘জো বাইডেন’ কীভাবে হলো জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর শুভ সেই সময় বলেছিলেন, সাধারণত চিড়িয়াখানায় জন্ম নেওয়ার এক মাস পর প্রাণীদের নাম দিয়ে থাকি। বাঘ শাবকটির জন্ম হয় নভেম্বরের মাঝামাঝি। আর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাে বাইেডন জয় লাভ করেন। তার নির্বাচনে একটি ওয়াদা ছিল জয়লাভ করতে পারলে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসবেন। তাই বাঘটির নাম ‘জো বাইেডন’ রাখা হয়েছে। এছাড়া ২০১৯ সালে পরী একটি শাবকের জন্ম দিয়েছিল। যার নাম রাখা হয়েছিল করোনা।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ’ ও ‘পরী’কে আনা হয়েছিল।
খুলনা গেজেট/এমএইচবি