ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দেশটির সরকার বৈশ্বিক আসরে দল পাঠানোর এই সিদ্ধান্ত জানিয়েছে। ওদিকে আইসিসি সূচিতে পরিবর্তন এনে তা চূড়ান্ত করেছে।
এবার বিশ্বকাপের দল ঘোষণা ও জার্সি উন্মোচন ইত্যাদি নিয়ে উন্মাদনা সৃষ্টির পালা। ভক্তদের ওই উন্মাদনা এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পাকিস্তান ক্রিকেট দলের একটি জার্সির ছবি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম এবং ক্রীড়া সাংবাদিকরা দাবি করেছেন, এই ডিজাইনের জার্সি পরেই বাবর আজমরা ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে পারেন। যদিও জার্সির ডিজাইনটি করা দেশটির ক্রিকেট ভক্তদের।
পাকিস্তান ক্রিকেট দল মেন ইন গ্রিন নামে পরিচিত। নামের মতোই তাদের জার্সিতে সবুজ রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাধের অংশে ও জার্সির নিচের অংশে রাখা তারকা চিহ্নে গাড়ো সবুজ ডিজাইন রাখা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ