ঈদুল ফিতর উপলক্ষে ফুলতলায় বিএনপির নিহত নেতা কর্মীদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা সহ নেতৃবৃন্দ।
সোমবার (১৭ মে ) সকাল সাড়ে ১১টার সময় প্রথমে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু এর কবর জিয়ারতের মধ্যে দিয়ে এ যাত্রা শুরু করেন। পরে তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর পর দামোদর উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আবু সাইদ বাদল, উপজেলা বিএনপি নেতা নওশের আলী গাজী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান, জামিরা ইউনিয়ন বিএনপির সদস্য গাজী হারুনুর রশিদ এর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা খায়রুল ইসলাম, এস এ রহমান বাবুল, যুগ্ম সম্পাদক এড. একেএম শহিদুল আলম, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান রানা, শিল্প ও বানিজ্য সম্পাদক জাফরি নেওয়াজ চন্দন, সহ-দপ্তর তানভীরুল আজম রুম্মান, ফুলতলা উপজেলা বিএনপি নেতা সেলিম সরদার, ওয়াহিদুজ্জামান নান্না, মহিদুল ইসলাম, আব্দুল খালেক, গফফার মোড়ল, বজলু সরদার, মোঃ পলাশ বিশ্বাস, সোহেল সরদার সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ এস আই