দুরূদ ও সালাম জানাই পরম ভক্তিভরে ও বিনম্র শ্রদ্ধা
ভালোবাসায়। প্রিয় নবীজির (সা:) পাক রওজায় ;-
পুণ্যভূমি মদীনা মুনাওয়ারায়।
হিদায়াতের আলোকবর্তিকায়, তাওহীদের বাণী
উন্নত শিক্ষা দিয়েছেন তিনি মুমিন বান্দায়।
আল-কুরআনের জ্ঞানে, বিশ্বের মানবজাতি উন্নতির
শিখরে, জীবনের স্তরে স্তরে এ দুনিয়ায়।
শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন বিশ্বনবী, দ্বীনের
দাওয়াতে, দৃঢ় চিত্তে ত্যাগের মহিমায়,
ক্ষমা, মহত্ব ভালোবাসায়।
তিনিই সুন্দরতম আদর্শ ‘উসওয়াতুন হাসানাহ’, বিনয়
নম্রতা গুনে গৌরবোজ্জ্বল নয়নমনি পবিত্র মহান।
উন্নত চরিত্র মাধুরী দিয়ে বর্বর বিমুখ আরব জাতির
অন্তরে গড়ে তুলেন মমতা প্রীতি,- ভ্রাতৃবন্ধন, সকল
মানবকল্যাণ। সকল দুঃখ কষ্ট ভোগে; –
দ্বীনের দাওয়াতে, মুসাফির কাফিরদের অন্তরে –
জাগিয়ে তুলেছেন প্রেমমায়া, আরব ও অনারবে
গড়ে তুলেন বন্ধুত্ব, সমাজ সংস্কারে, ন্যায়বিচারে –
গড়েন সুখী জীবন।
পার্থিব বস্তুর প্রতি রাসূলুল্লাহ(সা:) ছিলেন অনাসক্ত,
কাটান অনাড়ম্বর, বিলাসহীন পূত-পবিত্র সৎ জীবন।
আল্লাহর সন্তুষ্টি অর্জন, নিয়ামতের মর্যাদায়
নিষ্ঠাবান নবীজির সফল জীবন, আকাশের
চাঁদ তারা ঝলমল, হাসে সকলের মুখখানি, দু’নয়ন।
সালাত কায়েমে উন্নত জীবনের করে অন্বেষণ।
মুমিন জনে করে নেক আমল, নবীজির সুন্নাহ
করে পালন, রিসালাতের আনুগত্যে পুণ্যময় জীবন।
দুরূদ ও সালাম নবীজির (সা:) তরে, তওবা গুনে প্রভু,
ক্ষমা করো সকল গুনাহ। রাসূলের (সা:) মহান
আদর্শে গড়ো, এ দীনহীনের শান্তিময়, সুখময় এই
জীবন। নবীপ্রেমে অন্তর উজ্জীবন।
নবীজির(সা:) শাফায়াত কামনায়, পরকাল জান্নাত
বাসনায় অশ্রুজলে ভিজে দু’চোখ এ পার্থিব জীবন।
দু’আ কবুল করো প্রভু দয়াময় আকুল ফরিয়াদ
আমার সালাতে মুনাজাতে দিবানিশি সর্বক্ষণ
– রাসূলের (সা:) শানে শ্রদ্ধা সালাম অগণন।
খুলনা গেজেট/ এস আই