খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেজন্য বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবেশ দূষণ রোধ ও দুর্গন্ধ ঠেকাতে শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা মেনে কেসিসি কর্তৃক রাজবাঁধ ও সলুয়ায় বর্জ্য শোধনাগার ও আধুনিক কসাইখানা নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সিটি মেয়র আজ বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কেসিসি’র পার্টনার এনজিও প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মহানগরী এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টনার এনজিও প্রদীপন, স্বাদিচ্ছা ও গীতা ইঞ্জিনিয়ারিং-এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানি, মোঃ জিয়াউর রহমান, প্রদীপন-এর পরামর্শক শেখ বজলুর রহমান বাবলু, আঞ্চলিক সমন্বয়কারী কামাল আহম্মেদ চৌধুরী, স্বাদিচ্ছা মানবকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরামর্শক মোঃ দেলোয়ার হোসেন, প্রধান নির্বাহী জীবন রতন ধর, এসএনভি’র সিটি কো-অর্ডিনেটর মোঃ ইরফান আহমেদ খান, এসপিও শেখ শাকের আহম্মদ, গীতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিনিধি কৃষ্ণ মন্ডল প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন