খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

প্রবাসী হত্যা মামলায় গোপালগঞ্জে একজনের মৃত্যুদন্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কুয়েত প্রবাসী আজিজুর রহমান হত্যা মামলায় আসামী প্রেমিক হাবিবুর রহমানকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের মোতালেব মির্জার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু। তবে সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিল।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

খালাস পাওয়া আসামীরা হলেন, নিহত আজিজুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ওরফে তাপসী এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভজনদী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আলী মিয়া।

মামলার বিবরনে জানাগেছে, নিহত কুয়েত প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী রাবেয়া বেগমের সাথে হাবিবুর রহমানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর আজিজুর রহমান দেশে আসেন। এরপর বিভিন্ন সময় মোবাইল ফোনে আজিজুর রহমানের সাথে হাবিবুর রহমানের কথা হয়। এর এক পর্যায়ে হাবিবু রহমান তার বাসায় বেড়াতে যাবার জন্য আজিজুর রহমানকে দাওয়াত দেন। পরে ২০০৭ সালের ১৮ মার্চ ফরিদপুরের ভাঙ্গায় হাবিবুর রহমানের বাসায় যাওয়ার পথে মুকসুদপুরের দিগনগরে পৌঁছালে স্ত্রী রাবেয়া বেগম, প্রেমিক হাবিবুর রহমান ও তার লোকজন আজিজুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন ১৯ মার্চ গম ক্ষেত থেকে আজিজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই নিহতের পিতা মোঃ সরাব আলী বাদী হয়ে তিন জনের নামে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। আজ মঙ্গলবার আদালত এ রায় ঘোষনা করেন। তবে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান পলাতক থাকলেও খালাস পাওয়া বাকী দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান খান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!