প্রথম ওভারে উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করেছেন শাহীন শাহ আফ্রিদি। হাসান আলীর পরিবর্তে দলে ফিরে আফ্রিদি প্রথম ওভারেই পেলেন উইকেটের স্বাদ। তার শিকার সাইফ হাসান। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করা সাইফ এবার গোল্ডেন ডাক হলেন। আফ্রিদির ফুলার লেন্থর বল ব্যাটে লাগাতে পারেনি। এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাজঘরে। আম্পায়ার আফ্রিদির আবেদনে সাড়া দেননি। রিভিউ নিয়ে সাইফের উইকেট পান এ পেসার।
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে মাহমুদউল্লাহ পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। মিরপুর শের-ই-বাংলায় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন মাহমুদউল্লাহ। তবে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচের নায়ক হাসান আলীকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
টসের সময় মাহমুদউল্লাহ বলেছেন, ‘উইকেট অনুমান করা কঠিন। তবে মনে হচ্ছে ভালো উইকেট। আমরা যদি ভালো পুঁজি পেতে পারি তাহলে চেষ্টা করবো তাদের আটকে দিতে। টি-টোয়েন্টিতে একটি ভালো শুরু প্রয়োজন। আমরা ভালো শুরু পেতে পারি তাহলে স্কোর পেতে পারি। আমরা অনেকদিন ধরেই এই জায়গায় উন্নতি করতে পারছি না। আমাদের নিজের এগিয়ে আসতে হবে।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমরা টস জিতে ফিল্ডিংই নিতাম। আমরা প্রথম ম্যাচে স্ট্রাগল করলেও যেভাবে ফখর, খুশদিল ও নওয়াজ ব্যাটিং করেছে দেখে ভালো লাগছে। আমরা ভালো বোলিংয়ের চেষ্টা করবো। শুরুতে উইকেট নিয়ে ওদের ওপর চাপ তৈরি করবো।’
প্রথম ম্যাচে লড়াই করেও বাংলাদেশ জিততে পারেনি। ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আজ হারলেই সিরিজ শেষ। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তান সিরিজ জিতবে নাকি বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাবে?
খুলনা গেজেট/এনএম