মণিরামপুর পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৫১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার সাথে সাথে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পৌর এলাকায় মাইকে প্রচারের পাশাপাশি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
সোমবার ১১ জানুয়ারি জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সহিদুর রহমান।
মেয়র পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান নৌকা, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র শহীদ ইকবাল হোসেন ধানের শীষ এবং ইসলামী আন্দোলনের আলহাজ্ব আবু তালেব হাতপাখা। এছাড়া, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়ে নিজ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।
খুলনা গেজেট/এ হোসেন