প্রতিবন্ধী বান্ধব কর্মসংস্থান ও প্রবেশগম্যতা শীষর্ক আলোচনা সভা বুধবার সকালে রূপসাস্থ সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজক।
খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আয়নাল হক। সভাপতিত্ব করেন এডিডি ইন্টারন্যাশনালের ক্যাপাসিটি বিল্ডিং কো-অডিনেটর মোস্তাক আহমেদ। আলোচনায় অংশ নেন আইডাব্লিউ প্রজেক্টের ফিল্ড কো-অডিনেটর মো: আসাদুল্লাহ ও টেকনিক্যাল অফিসার মো: জসিম উদ্দিন।
সভায় বক্তারা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। বক্তারা প্রতিবন্ধীদের ওপর নেতিবাচক আচারণ না করা, প্রতিবন্ধী বান্ধব পরিবেশ সৃষ্টি, বেতন ও জেন্ডার বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মো: হাদিউর রহমান, একই গ্রামের পারভীন সুলতানা, গাড়াখোলা গ্রামের রুমিচা বেগম, আমীর মোল্লা, জামিরা রোডের ভানু বেগম, যুগ্নীপাশা গ্রামের মিস মুসলিমা, দক্ষিণডিহির তপু মোল্লা, বেগুনবাড়িয়া গ্রামের তরিকুল ইসলাম খান, পূর্ব রূপসার মোসলেম শিকদার, হেমায়েত মোল্লা লেনের হোসেন পাটওয়ারী, রূপসার আবুল কালাম আজাদ ও গল্লামারীর মো: আজমীর হোসেনকে সহায়ক উপকরণ দেওয়া হয়। সহায়ক উপকরণের মধ্যে রয়েছে শ্রবণ যন্ত্র, ক্রাচ, এ্যালবক্রাচ ও হুইলচেয়ার।
খুলনা গেজেট/এনএম