প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ মামুন মুন্সি (৩৮)কে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় খুলনার লবনচরা থেকে আটক করা হয়। আটক মামুন পিরোজপুর ভান্ডারিয়া এলাকার মৃত সুলতান আহম্মেদ (মাষ্টার) এর ছেলে।
জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়ার ইকড়ি গ্রামের ভিকটিম প্রতিবন্ধী শিশুটির মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলে প্রতিবন্ধী শিশুটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামের মোঃ মামুন মুন্সির বাড়িতে ৬ মাস পূর্বে গৃহকর্মীর কাজ নেয়। গৃহকর্মীর কাজ করতে গিয়ে গৃহকর্তার লালসার স্বীকার হয়ে প্রতিবন্ধী শিশু (১৪) টি অন্তঃসত্তা হয়ে পরে। গৃহকর্তার স্ত্রী শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন বুঝতে পেরে শিশুটিকে খুলনার অজ্ঞাতনামা একটি ক্লিনিকে এনে গর্ভপাত করায়। প্রতিবন্ধী শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শিশুটির ফুফু ৩ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় মামলা করে। যার মামলা নং-০৭, তারিখঃ ১৭/১২/২০২১ খ্রীঃ, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ তৎসহ ৩১৩ পনোল কোড।
মামলাটি র্যাব খুলনার একটি চৌকশ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে কেএমপি খুলনার লবনচরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর প্রতিবন্ধী শিশু ধর্ষণ ও গর্ভপাত করানো মামলার আসামি মোঃ মামুন মুন্সিকে গ্রেপ্তার করে।
আসামিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/ এস আই