পুলিশের সোর্স হত্যা মামলার মুল আসামী মোঃ আরিফুজ্জামান রাজুকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর ডিবি ।
বৃহস্পতিবার(৬ মে ) বিকাল সাড়ে তিনটায় খুলনা মহানগর ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকা হতে পুলিশ কর্তৃক সোর্স হত্যা এবং পুলিশের ওপর হামলার মামলার অন্যতম আসামী মোঃ আরিফুজ্জামান রাজু কে গ্রেফতার করাহয়।
মোঃ আরিফুজ্জামান রাজু (৩০) মহানগরের হরিণটানার আশিবিঘা এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
তার বিরুদ্ধে খুন, ছিনতাই, মাদক ও মারামারি সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই