খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পুলিশের উপর ককটেল নিক্ষেপের অভিযোগে পাইকগাছায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপজেলা শ্রমিকদলের আহবায়কসহ বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নাশকতা ও ধ্বংসাত্ত্বক পরিবেশ সৃষ্টি এবং পুলিশের উপর ককটেল নিক্ষেপের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে এবং বুধবার (০৭ ডিসেম্বর) আটককৃতদের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক গফ্ফার মিস্ত্রীর পরিত্যক্ত রাইস মিলের চাতালে বহু লোকজন সমবেত হয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে সরকার উৎখাত, নাশকতা ও ধ্বংসাত্ত্বক কর্মকান্ড ঘটানোর পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ উপজেলা শ্রমিকদলের আহবায়ক সরদার ফারুখ আহম্মেদ (৫২), বিএনপি সমর্থক কপিলমুনির কাশিমনগর গ্রামের আঃ আজিজ শেখ (৩৭), লস্কর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ খান জাহান আলী (৫২), বিএনপি সমর্থক কপিলমুনির কামরুল ইসলাম (৫২), বিএনপি সমর্থক চাঁদখালীর মৌখালী গ্রামের বনি আমিন (৩৫) ও বিএনপি সমর্থক রাড়ুলীর শ্রীকণ্ঠপুর গ্রামের মোঃ হালিম সরদার (৫২) কে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য ২টি বস্তু ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে পুলিশ।

এদিকে পুলিশের উপর হামলা, নাশকতা ও ধ্বংসাত্ত্বক কর্মকান্ড পরিচালনা করার জন্য সমবেত হওয়ার অপরাধে আটককৃত ৬ জনসহ ৩৪ জনের নাম উল্লেখ করে এসআই সুকান্ত বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার নং ৩৪, তাং ০৭.১২.২২।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, নাশকতা ও পুলিশের উপর ককটেল নিক্ষেপের ঘটনায় আটককৃত ৬ আসামির রিমান্ড আবেদন চেয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!