খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চিকিৎসার জন্য লন্ডন যেতে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

পুলিশ-বিজিবির নিরাপত্তায় কক্সবাজার ছাড়লেন আটকে পড়া পর্যটকরা

গেজেট ডেস্ক

পুলিশ-র‌্যাব ও বিজিবির নিরাপত্তায় ১৪টি বাসযোগে কক্সবাজার ছাড়লেন আটকে পড়া কয়েকশ’ পর্যটক। তারা কক্সবাজারে বেড়াতে এসে বিএনপির ডাকা অবরোধে আটকা পড়েছিলেন। বাস না চলায় গন্তব্যে ফিরতে পারেননি তারা। আটকে পড়া সেই পর্যটকদের পাহারা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার টার্মিনাল থেকে পর্যটকদের বহনকারী গাড়িগুলো একযোগে ছেড়ে যায়। এ সময় গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশ ও র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি নিরাপত্তা দেয়।

কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন,পর্যটকরা যেন নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে পারেন সেটির ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবিও আছে। প্রাথমিকভাবে ১৪টি বাস রওনা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!