খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা
  ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত
পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় সিটি মেয়র

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার অগ্রণী ভূমিকা পালন করছে

নিজস্ব প্রতিবেদক

নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা আজ বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র সচিব মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ; জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় মহানগরীতে বসবাসরত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দক্ষ ও কার্যকর পুষ্টি পরিসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পুষ্টি পরিসেবা প্রদানকারী এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদার করতে জাতীয় পুষ্টি নির্দেশিকা অনুসরণপূর্বক জাতীয় পুষ্টি পরিসেবার অপরিহার্য প্যাকেজগুলিকে মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২০২১ সালের মার্চ মাসে মাল্টি সেক্টোরাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়।

সভায় সিটি মেয়র বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূমিকাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকল সংস্থার কাজে সমন্বয় করা গেলে সুবিধা বঞ্চিত মানুষের পুষ্টির চাহিদা পূরণেও শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র গঠিত কমিটি কর্তৃক গৃহীত কর্ম-পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া সভায় সিটি মেয়র করোনা সংক্রমণের উর্ধ্বগতির বিষয়টি উল্লেখ করে সকলকে সতর্কতা অবলম্বনের আহবান জানান।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন, ইউনিসেফ-খুলনার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আহসান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!