খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আগমন উপলক্ষে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পক্ষে বিভাগীয় কমিশনার মহোদয়কে ফুল দিয়ে বরন করেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মাজরিহা হোসাইন। এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় তিনি, যাত্রী সেবার মান উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি কোন পাসপোর্টধারী যাত্রী যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন।
খুলনা গেজেট/ টিএ