খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে ২০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল, থাকবে বিশেষ টহল
  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে

পাটুরিয়ায় যাত্রীদের উপচেপড়া ভিড়, অপেক্ষায় ৫শ’ গাড়ী

গে‌জেট ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। লঞ্চঘাটে রয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। রোববার (১ মে) সকাল ৯টা পর্যন্ত ঘাটে দূরপাল্লার বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

আটকেপড়া যানবাহনের যাত্রীরা মধ্যরাত থেকে দুর্ভোগের শিকার হন। তবে কাটা লাইনের যাত্রীরা ঘাটে এসেই ফেরি ও লঞ্চ পার হতে পারছেন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, শনিবার রাত ১২টা পর্যন্ত ঘাটে অপেক্ষমান কোনো যানবাহন ছিলো না। কিন্তু এরপর হঠাৎ দূরপাল্লার বাসের চাপ বাড়তে থাকে।

তিনি আরও জানান, এসব যানবাহন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটে আটকা পড়েছিল। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২১টি ফেরিই সচল রয়েছে। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পারাপার করা হচ্ছে। যে কারণে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পারাপারে খুব বেশি ভোগান্তি নেই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!