খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

পাটকেলঘাটায় দুই ট্রাকের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় দ্রুতগতির একটি বালু ভর্তি ট্রাক রাস্তায় দাড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা মারায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২২এপ্রিল) ভোর রাতে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহানসড়কের পাটকেলঘাটা আলামিন মাদ্রাসার সামনে এঘটনা ঘটে।

এদিকে সাতক্ষীরা-খুলনা মহানসড়কের পাটকেলঘাটা এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ।

আহতরা হলেন, পাটকেলঘাটা থানার যুগিপুকুর গ্রামের আবু তালেবের ছেলে ট্রাক চালক রফিকুল ইসলাম (৩৮) ও হেলপার সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর এলাকার বাবলু শেখের ছেলে শাকিল হোসেন।

প্রত্যক্ষদর্শী পাটকেলঘাটা বলফিল্ড মোড়ের মুদি দোকানী আলমাস হোসেন জানান, শুক্রবার ভোর রাতে একটি বালি ভর্তি ট্রাক খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাকটি পাটকেলঘাটার আকাবাকা পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আলামিন মাদ্রাসার সামনে দাড়াঁনো অপর একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা মারে। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, বেপরোয়া গতিতে চালানো ট্রাকটি জব্দ করে হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান জানান, দাড়িয়ে থাকা ট্রাকটিতে আঘাত করা ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সাতক্ষীরা-খুলনা মহানসড়কের পাটকেলঘাটা এলাকায় ঘনঘন সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ। গত ২০ দিনে ব্যবধানে ওই এলাকায় কমপক্ষে পাঁচটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

এবিষয়ে শিক্ষক মজিবর রহমান জানান, পাটকেলঘাটার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই মহাসড়কের আশে পাশে অবস্থিত। সড়ক দুর্ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তাতে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। ব্যস্ততম এই মহাসড়কে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে বাধ্য করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক তৎপরতা বাড়ানো ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, বেপরোয়া গতি ও অসাবধানতা সড়ক দুর্ঘটনার মূল কারণ। পাটকেলঘাটায় গত ২০ দিনের ব্যবধানে কমপক্ষে ৫টি সড়ক দুর্ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া যত্রতত্র গাড়ী পার্কিং, অবৈধভাবে দোকান বসানো ও বালু রাখাকে সড়ক দুর্ঘটনার জন্য দায়ি বলে মনে করেন এই জনপ্রতিনিধি।

প্রসঙ্গত, ২০ এপ্রিল পাটকেলঘাটার জামতলার মোড়ে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হন। তার দুদিন আগে ১৮ এপ্রিল পাটকেলঘাটার কুমিরায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন গরু ব্যবসায়ী নিহত হন। এছাড়া এপ্রিল মাসেই পাটকেলঘাটার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহতসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!