দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালিবাড়ী) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জিরো পয়েন্টে অবস্থান কর্মসুচি পালন করে। এ সময় সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন ও পৌর সভাপতি সন্তোষ কুমার সরদারের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পূজা পরিষদের উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন সাধু, পূজা পরিষদের উপজেলা সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রণব কুমার মন্ডল, দীপক কুমার মন্ডল, দেবব্রত রায় দেবু, বিমল পাল, অখিল মন্ডল, সাংবাদিক বি সরকার, সুনিল মন্ডল, দীপংকর মন্ডল, চিত্ত রঞ্জন বাছাড়, আন্দ্রেয় ডি রোজারিও, শিবপদ মন্ডল, গদাইপুরের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, কপিলমুনির সাধারন সম্পাদক জগদীশ দে, সোলাদানার সাধারন সম্পাদক বিমল কৃষ্ণ সরকার, দীলিপ ঢালী, কেডি বাবু, বাবুরাম মন্ডল, সুভাষ বৈরাগী, প্রজিত কুমার রায়, মধুসুধন হালদার, রাজেশ মন্ডল, দীলিপ সানা, বিনয় কৃষ্ণ মন্ডল, বিশ্বনাথ মন্ডল, গোবিন্দ লাল বাছাড়, অনুকুল ব্যানার্জি, বিপুল মন্ডল, সাংবাদিক পুর্ণ চন্দ্র মন্ডল, বিবেক ধর, পরেশ সরকার, অমলেন্দ্র মন্ডল, রাজু শংকর, গৌরপদ মন্ডল, আনন্দ ব্যানার্জি, প্রদীপ মন্ডল, গাঙ্গুলী সরদার, ঠাকুর দাশ মন্ডল, উজ্জ্বল কুমার বিশ্বাস, নিলাদ্রী শেখর সরদার, সৌরভ গাইন প্রমুখ।
খুলনা গেজেট/কেএম