খুলনার পাইকগাছা উপজেলায় শালিখা নদী থেকে ত্রিশোর্ধ এক নারীর নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে কাঠিপাড়া কাঠের সেতুর অদুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে লাশটি উপজেলার শালিখা নদীর রাড়লীর শালিখা-কাঠিপাড়া কাঠের সেতুর অদূরে জালের দড়িতে আটকে ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে নদীতে শালিখার মকিম গাজীর পাতা জালের দড়িতে আটকানো অবস্থায় লাশটি ভাসতে দেখে প্রথমে স্থানীয় জনৈক জাহাবক্স সরদার অন্যান্যদের খবর দেয়। পরে পুলিশে খবর দিলে বিকেল ৫ টার দিকে তার লাশটি উদ্ধার করে তারা।
পার্শ্ববর্তী জনৈক চা দোকানি ইব্রাহিম জানান, মৃত ওই নারী আগের দিন তার দোকানে খাবার চাইতে এসেছিল। এসময় তাকে দেখে অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। এছাড়া স্থানীয়রা তাকে পাশের একটি মৎস্য ঘেরে নেমে দীর্ঘক্ষণ ধরে গোসল করতে দেখেন। এসময় তাকে সেখানে পরিধেয় কাপড় শুকাতেও দেখেন তারা।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান, আগের দিন মহিলাটিকে তারা আশপাশের এলাকায় ঘোরা ঘুরি করতে দেখেছিল। এসময় তাকে মানসিক ভারসাম্যহীন বলেও মনে হয় বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এসজেড