পাইকগাছায় রওশন আলী গাইন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আহম্মদ আলী গাইনের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মৃতের স্ত্রী রাবেয়া খাতুন জানান, রবিবার দুপুরে আমার স্বামী খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে ছিলো। এ সময় আমি বাড়ির পাশে পানি আনতে যাই। ২ টার দিকে বাড়ি ফিরে ডাকাডাকি করলে সাড়া না দেয়ায় জানালা দিয়ে দেখি ঘরের আড়ার সাথে বিছানার চাঁদর গলায় পেঁচিয়ে ঝুলে রয়েছে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে নামায়। তাৎক্ষণিক পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের ছেলে বাপ্পি জানান, আমার পিতা মানসিক ভারসাম্যহীন ছিলো।
মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক এস আই শুশান্ত জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরত হাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম