খুলনার পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলার এর রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বার্ধক্যজনিত কারণে শুক্রবার (০৪ ফেব্রুয়ারী) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
শনিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে পাইকগাছা উত্তর পাড়া জামে মসজিদ চত্ত্বরে জানাযা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম। এরপর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে মরহূম বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, কাজী তোকারেম হোসেন টুকু, আঃ মাজেদা সরদার, মোঃ আনোয়ার গোলদার, ওসি (অপারেশন) মোঃ সাইদুর রহমান, এ্যাড. জিএ সবুর, এ্যাড. তৈয়েব হোসেন, বজলুর রহমান, উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।