খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

পাইকগাছায় কিশোর গ্যাং এর হামলায় দুই যুবক গুরুতর জখম

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেহেদী (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত যুবক মেহেদীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় কথিত কিশোর গ্যাংয়ের প্রধান লিটন সরদারের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

জানা যায়, মেহেদীকে হামলার সময় আত্মীয় হাসান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে হামলাকারীরা। ঘটনার শিকার মেহেদী উপজেলার নাছিরপুর গ্রামের আবছার মল্লিকের ছেলে। অন্যদিকে হামলাকারী লিটন একই এলাকার তালেব সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছিরপুর এলাকার শাহাজানের ছেলের কাছে ৭ হাজার টাকা পাওনা ছিলো ভিকটিম মেহেদির । পাওনা টাকা চাওয়ায় লিটন তার পক্ষ নিয়ে মেহেদীর টাকা আটকে দেয়। বিষয়টি তারা লিটনের বাড়িতে নালিশ করে। এঘটনায় লিটন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ফোন করে মেহেদীকে পাওনা টাকা নেওয়ার জন্য তার বাড়ীর সামনে ডাকে। খবর পেয়ে মেহেদী ও তার ভাই হাসান ঘটনাস্থলে পৌছালে লিটনসহ ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য পাশের বাগান থেকে বেরিয়ে আকষ্মিক মেহেদীর মেরুদন্ড বরাবর কোপ বসিয়ে নাভী পর্যন্ত টান দেয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা তার ভাই হাসান ঠেকাতে গেলে হাসানের হাতে কোপ বসিয়ে দেয় হামলাকারীরা।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কপিলমুনি আমেনা ক্লিনিক ও পরে তালা হাসপাতালে নেয়। সেখানে মেহেদীর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতির দিকে রয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং নামে লিটনের নিজস্ব একটা সন্ত্রাসী গ্রুপ রয়েছে। যাদের অধিকাংশরাই বয়সে কিশোর। বিভিন্ন সময় তারা সংঘবদ্ধ হয়ে এলাকায় চুরি, ডাকাতি, ঘের দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। ইতোপূর্বে তার নামে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার কথা তিনি শুনেই বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। তবে এনিয়ে থানায় এখনও কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!