খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব

পাইকগাছায় কম্বিং অপারেশন, লক্ষ টাকার অবৈধ জাল বিনষ্ট

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা টাস্কফোর্স কমিটি মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে। প্রথম ধাপের অপারেশনের অংশ হিসেবে রোববার (০২ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার সোলাদানা ও দেলুটি ইউনিয়নের বিভিন্ন নদ-নদীতে নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

অভিযানে ১ লাখ টাকা মূল্যের ১০ হাজার বর্গ কিলোমিটারের ১০টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

প্রসঙ্গত, ৪টি ধাপে উপজেলার বিভিন্ন এলাকায় এ অপারেশন পরিচালনা করা হবে। প্রথম ধাপে ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী, দ্বিতীয় ধাপে ১৪ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী, তৃতীয় ধাপে ২৮ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী , চতুর্থ ধাপ ১৩ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী। ১ম ধাপের অপারেশনের অংশ হিসেবে আজ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের এএসআই আকরাম হোসেন, সহকারী উপজেলা মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম প্রমূখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!