পাইকগাছা ইজিবাইকের ধাক্কায় মিতু (৩) শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার কাওয়ালী গ্রামের শামীম মোড়লের মেয়ে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মৃতের নানা আব্দুল আজিজ সরদার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁদখালী আমাদী রাস্তা পার হয়ে খেলার জন্য পার্শ্বের বাড়িতে যাচ্ছিল মিতু। এমন সময় একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ধাক্কা দেয়। সেখানে কোন লোক না থাকায় চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মেয়েটি এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত স্বপন রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম