খুলনার পাইকগাছায় দেবর-ভাবীকে আপত্তিকর অবস্থায় আটকের পর ধর্ষণ মামলায় দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার গদাইাপুরের হিতামপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, গত প্রায় ৮ বছর আগে ভিকটিমের (ভাবী) বিয়ে হয় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কানুয়ারডাঙ্গা গ্রামের নজরুল সরদারের ছেলে হাসানের সাথে। এরপর পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী এক দেবর কুদ্দুস সরদারের ছেলে আল-আমীনের সাথে।
পারিবারিক সূত্র জানায়, গত ১৫ জানুয়ারী তিনি (ভাবী) পিত্রালয়ে চলে আসে। এক পর্যায়ে শনিবার রাতে দেবর আল-আমীন ভাবীর পিত্রালয়ে আসলে রাত ১০ টার দিকে স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এরপর থানার এসআই মোল্যা শাহাদাৎ শাহানারাকে উদ্ধার ও দেবর আল-আমীনকে আটক দেখিয়ে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এঘটনায় উভয় পরিবারের পক্ষে আপোষ-মীমাংশার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হলে ভিকটিমের মা হাসিনা বেগম বাদী হয়ে দেবর আল-আমীনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দেয়। যার নং-১৩। সর্বশেষ পুলিশ ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার(২৩ জানুয়ারী) বিকেলে খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইানচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা থানায় মামলা করলে ধৃত আল-আমীনকে গ্রেফতার দেখানো হয়েছে।