পাইকগাছার ছাত্রলীগ নেতা প্রান্তকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। তার অকাল মৃত্যুতে গোটা পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার ধর্মীয় বিধানমতে স্থানীয় মহাশ্মশানে তার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে খবর পেয়ে মৃতের বাড়িতে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পরিষদ পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টুসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের ছোট পুত্র ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ (২৪) গত ৭ অক্টোবর (বুধবার) রাতে গড়ইখালী থেকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে লস্করের উত্তর খড়িয়া গ্রামের সুকুমার ডাক্তারের মোড়ে বালির উপর স্থানীয় লোকজন আহত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনায় প্রেরণ করেন। এদিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৭ টার দিকে প্রান্তের মৃত্যু হয়।
প্রান্তের দাদা অনুপ কুমার ঘোষ জানিয়েছেন, তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে সেটা নিশ্চিত করে বলতে পারেননি।অনুপ জানিয়েছেন, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সে কারণে লাশ ময়না তদন্ত করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী এর সঠিক বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।
থানার ওসি মোঃ এজাজ শফি জানিয়েছেন, মৃতের সঠিক কোন তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তথ্য উদঘাটনের জন্য গড়ইখালীর খালেক মোল্যার ছেলে দিদারুল মোল্যা ও তার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া কণ্যাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি।
খুলনা গেজেট/এনএম