বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা পাইকগাছা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও কাউন্সিল আজ শনিবার বেলা ১১টায় পাইকগাছা আইনজীবী সমিতি’র হল রুমে অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়ন নেতা অমল ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন সাবেক যুব ইউনিয়ন নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাইকগাছা উপজেলা সভাপতি সুভাষ সানা মহিম।
উদ্বোধনী অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। প্রধান বক্তা ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক ড. প্রশান্ত মন্ডল, উপজেলা সিপিবি নেতা এস এম আফজাল হোসেন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, বিপ্লব মন্ডল, শঙ্কর মন্ডল, মিথুন কুমার মন্ডল, শেখ নাভিদ আহম্মেদ সাম্য, আফসানা হোসেন, রতন শীল, পিঙ্কী দাস, কঙ্কন বিশ্বাস, তিথি সরকার, নিমাই মন্ডল, আনন্দ বিশ্বাস, আব্দুর রাজ্জাক, কুমারেশ চন্দ্র মন্ডল, নাঈম ইসলাম প্রমুখ।
পরে একই স্থানে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আজিজুল ইসলামকে সভাপতি, শঙ্কর মন্ডলকে সাধারণ সম্পাদক এবং শেখ নাভিদ আহম্মেদ সাম্যকে সাংগঠনিক সম্পাদক করে পাইকগাছা উপজেলা যুব ইউনিয়নের কমিটি গঠন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, জেলা কিংবা বিভাগীয় শহরে চাকরীর পরীক্ষা, পে-অর্ডার/চালান/ব্যাংক ড্রাফট ছাড়া চাকরীর দরখাস্ত, মেধার ভিত্তিতে ঘুষ ছাড়া চাকরী, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অন্যথায় বেকারভাতা প্রদান এখন সময়ের দাবী।
খুলনা গেজেট/এমএইচবি