খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

পাইকগাছা উপজেলা আ’লীগের উদ্যোগে ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবুু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন এখন শুধু বাংলাদেশের বিষয় নয়, জাতি সংঘ কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় ঐতিহাসিক ৭ মার্চ এখন বিশ্বের অনেক দেশে পালিত হচ্ছে। তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালী জাতিকে চূড়ান্ত মুক্তির জন্য প্রস্তুত করেছিলেন।

তিনি রোববার (৭ মার্চ) দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠান ও দলের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু ও আনন্দ মোহন বিশ্বাস সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!