খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট
খুবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই শ্লোগানকে সামনে রেখে আজ ৫ জুন (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে কৃষ্ণচূড়ার চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি খানজাহান আলী হল এলাকায় জারুল গাছের চারা রোপণ করেন।

এসময় উপাচার্য বলেন, বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে দেশ সবুজে সবুজে ভরে উঠবে। এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে। মনে রাখতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই।

বৃক্ষরোপণকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!