খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

পরিবহন ধর্মঘটের প্রভাবে ট্রাক সংকটে ভোমরা স্থলবন্দরে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পরিবহন ধর্মঘটের প্রভাবে ট্রাক সংকটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আটকা পড়েছে আমদানি পণ্যবাহি ৩ শতাধিক ভারতীয় ট্রাক। বাংলাদেশী ট্রাকের অভাবে ভারতীয় ট্রাক থেকে আমদানি পণ্য আনলোড করতে পারছেন আমদানিকারকরা। এতে চরম বিপাকে পড়েছেন ভোমরা বন্দরের ব্যবসায়ীরা।

ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্থান সংকটের কারণে প্রায়ই ক্ষেত্রে ট্রাক থেকে ট্রাকে মালামাল লোড-আনলোড করা হয়ে থাকে। ভোমরা বন্দরে ওয়ার হাউজ ও ব্যক্তি মালিকানার গোডাউন পর্যাপ্ত সংখ্যাক না থাকায় ভারতীয় আমদানি পণ্যবাহি ট্রাক থেকে পণ্য সরাসরি বাংলাদেশী ট্রাকে লোড করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে বাংলাদেশী ট্রাক কম থাকায় আমদানি পণ্যবাহি ভারতীয় ট্রাককে আনলোডের অপেক্ষায় বন্দরে দাড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে মাছ, পেঁয়াজ ও ফলসহ অন্যান্য পঁচনশীল দ্রব্য নষ্ট হওয়ার আশংকা থেকে যাচ্ছে।

ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শনিবার (৬ নভেম্বর) ভারত থেকে ৪০০ পণ্যবাহী ট্রাক ও রোববার (৭ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত আরো প্রায় ৩০০ ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এস ট্রাকের মধ্যে ৪শ’ ট্রাক ডেলিভারি দেওয়া গেছে। বাকি ৩শ’ ভারতীয় ট্রাক বন্দরে আটকা পড়ে রয়েছে।

তিনি আরো বলেন, আমদানিকৃত ট্রাক থেকে পণ্য পরিবহন করতে বাংলাদেশি ট্রাকের সংকটের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেহেতু আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে সেহেতু দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহার না হলে ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে।

ভোমরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার আমির মামুন বলেন, পরিবহন ধর্মঘট অব্যহত থাকলেও বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শনিবার ৪০০ও রোববার বিকাল ৫টা পর্যন্ত আরো ৩০০ পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে বাংলাদেশি ট্রাকসংকট থাকায় আমদানিকারকরা পণ্য পরিবহন করতে পারছেন না বলে জানাচ্ছেন বন্দরের ব্যবসায়ীরা।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!