খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস
  রাজবাড়ীতে সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত
  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করতে বৃহত্তর খুলনাবাসীর শোভাযাত্রা সোমবার

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করতে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’ সংগঠনের উদ্যেগে আগামী সোমবার সকাল ১০ টায় নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে। ডাকবাংলাস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে মূল নগরী, দৌলতপুর, খালিশপুর ও ফুলবাড়িগেট প্রদক্ষিণ করে আবার শিববাড়ি মোড় এসে শেষ হবে।

আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ আজ শুক্রবার সন্ধ্যায় খুলনা গেজেট কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাতকালে অনুষ্ঠানের এ কর্মসূচী তুলে ধরেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এ সেতু একটি যুগান্তকারী পদক্ষেপ। শিল্পায়ন, কর্মসংস্থান, পণ্য পরিবহন, পর্যটন, আবাসন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগ সহজতর এবং সময় সাশ্রয় হবে। এ অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে এ প্রকল্প বাস্তবায়নে আন্দোলন সংগ্রাম করেছে। নেতৃবৃন্দ তথ্য দিয়েছেন উদ্বোধন অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রধান অতিথি থাকবেন।

সৌজন্য স্বাক্ষাতকালে খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক জাহিদুল সাগর ও আকছাদুল হক আকাশ ছাড়াও সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদাক সরদার আবু তাহের, যুগ্ম সম্পাদক মনির আহমেদ, শোভাযাত্রা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ আসাদুজ্জামান, সদস্য সচিব আজাদুল হক আজাদ, যুগ্ম সম্পাদক ইঞ্জি: শফিকুর রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমদ, দপ্তর সম্পাদক মুজাহিদ রহমান ফাইয়াদ আলোচনায় অংশ নেন।

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!