খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনা সরকারের সর্বকালের শ্রেষ্ঠ অর্জন : স্বপন ভট্টাচার্য্য

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করার মধ্যেদিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছে। শুধু পদ্মা সেতু নয়; কর্ণফুলি টানেল, মেট্রোরেলের মত মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। বুধবার (২২ জুন) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দেশের অসহায় মানুষের মূখে হাসি ফুটাতে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহন করে তা বাস্তবায়ন করে চলেছে। গ্রামাঞ্চলের সাধারন মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে নানা কর্মসূচী গ্রহন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য যার যার অবস্থান থেকে এসব উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সমন্বতিভাবে কাজ করতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, থানার ওসি নূর-ই আলম সিদ্দীকি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।

অপরদিকে এদিন বিকেলে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলার রাজগঞ্জ বঙ্গবন্ধুর ভাষ্কর্য্য নির্মাণ কাজের পরিদর্শন ও স্থানীয় সূধী সমাজের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, এ্যাসিল্যান্ড আলী হাসান, সহকারি পুলিশ সুপার আশেক মামুন সুজা, বঙ্গবন্ধুর ভাষ্কর্য্য নির্মাতা আশরাফ হোসেন, অধ্যক্ষ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, আব্দুল হামিদ সরদার, আওয়ামী লীগ নেতা আকবর আলী প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!