খুলনার দিঘলিয়া উপজেলার পথেরবাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ডাঃ বি এম আলম পুনরায় সভাপতি, মোঃ তরিকুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক এবং মোঃ রাকিব শেখ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেনঃ সহ- সভাপতি মোঃ তরিকুল ইসলাম, মোঃ আনোয়ার মোল্যা, সহ-সাধারণ সম্পাদক জসিম মল্লিক, মোঃ জাহাঙ্গীর সরদার, দপ্তর সম্পাদক মোঃ বাপ্পী শেখ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার সম্পাদক মোঃ রাব্বনী ফকির, ক্রীড়া সম্পাদক ইকবাল বাহার,(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যকরী কমিটির নির্বাচিত ৪ জন সদস্য হলেনঃ মোঃ সোহাগ মোল্যা, মোঃ কামরুল হোসেন, মোঃ মাহে আলম ও মোঃ জহির শেখ।
সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন দিঘলিয়া উপজেলা আঃলীগের সভাপতি খান নজরুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।