যশোর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলা প্রতিনিধি সম্মেলনের শনিবার (২৭ আগস্ট) দুপুরে যশোর আইনজীবী সমিতির ১নং ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এটিএম এনামুল হক।
সম্মেলনে তিনি বলেন, ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করতে না পারলে উন্নয়নের কথা বলে বৈষম্য দূর করা যাবে না। তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই মানুষের গণতান্ত্রিক অধিকার। শুধুমাত্র সুষ্ঠু ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছেন। তাদের আয় বড়ছে না। কিন্তু প্রতিনিয়ত ব্যয় বেড়েই চলেছে। শুধু উন্নয়নের কথা না ভেবে গরিব দুঃখির মুখের দিকে তাকিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। সারাবিশ্বে জালানি তেলের দাম কমেছে। এ কারণে তিনি সরকারকে কৃষি ও পরিবহনে ডিজেলের আগের দাম নির্ধারনের আহবান জানান।
জেলা সভাপতি মাস্টার নুর জালালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ। বক্তব্য রাখেন, ন্যাপ নেতা গোলাম মুর্তজা মনি, নূর ইসলাম, মতিয়ার রহমান, তপন কুমার বিশ্বাস, মোশারফ হোসোন, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, মোহাম্মদ ফরিদ, আমানুল্লাহ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাস্টার নুর জালালকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট /এমএম