খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন নৌকার বিরুদ্ধে অবস্থানকারীকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবেনা। ইউপি নির্বাচনে যারা নৌকার প্রতিক পাবেন তাদের পক্ষে সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভিতরে কোন ধরনের দ্বিধা বিভক্তি না করে শেখ হাসিনার আওয়ামীলীগকে বিজয় মালা পরাতে হবে।
তিনি আরো বলেন ইউপি নির্বাচনকে ঘিরে দলের ভিতর ঘাপটি মেরে থাকা দুস্কৃতকারীরা চাইবে আওয়ামীলীগকে পরাজিত করতে। এ কারনে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনকে একই পতাকা তলে মিলিত হয়ে দলকে বিজয়ী করতে হবে। শুক্রবার বিকালে (১ অক্টোবর) রূপসা উপজেলায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, ফ.ম.আ. সালাম, শাহিনা আক্তার লিপি, আঃ মজিদ ফকির, অমিয় অধিকারী।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ুব মল্লিক বাবু, খান শাহজাহান কবির প্যারিস, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, মাধুরী সরকার, জমির হোসেন, সরদার কামরুল ইসলাম, তাহিদুল ইসলাম মোল্লা প্রমূখ।
বর্ধিত সভায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের মতামত গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/ এস আই