খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নৌকা বাইচে মাতোয়ারা কপোতাক্ষ পাড়ের মানুষ

নিতিশ সানা, কয়রা

রং বেরঙের পোশাকে হেঁইয়োরে হেঁইয়ো আওয়াজ। কাঁসির তালে তালে ছলাৎ ছলাৎ শব্দ। উত্তাল  কপোতাক্ষে নদের পানি চিরে দ্রুতগতিতে এগিয়ে চলছিল নৌকাগুলো। শীতের বিকেলের মিষ্টি রোদে দাঁড়িয়ে তাদের করতালির মাধ্যমে উৎসাহ দিচ্ছিলো দু’পাড়ের লাখো মানুষ।

এভাবে সোমবার বিকেলটা আনন্দে কেটেছে কয়রার মানুষের। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুগ্ধ হয়েছেন উপকূলের মানুষ। কিশোর থেকে বৃদ্ধ, শিশু ও নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।  ঐতিহ্যবাহী নৌকাবাইচ তারা উপভোগ করেছেন নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে।

পাঁচ বছরের শিশু ঐশি তার বাবার সাথে নৌকা বাইচ দেখতে এসেছে।  এর আগে কখনো নৌকা বাইচ দেখেনি সে। যখন নৌকা গুলো তার সামনে দিয়ে জোরে ছুটে গিয়েছে তখন সে মজা পেয়েছে।

মোঃ ফারুক হোসেন মহারাজপুর ইউনিয়ন থেকে নৌকা বাইচ দেখতে এসেছেন। বাইচের আনন্দ উপভোগ করতে  ১০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করেন তিনি। বলেন,  গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ হারিয়ে গিয়েছে। কয়রায় এই প্রথম বড় ধরণের নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। তার দাবি প্রতি বছর উপজেলা প্রশাসন নৌকা বাইচের আয়োজন করলে কয়রাতে টিকে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্য।

সোমবার (১৯ ডিসেম্বর )  বিকাল ৩টায় খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ  নদীতে  অনুষ্ঠিত নৌকা বাইচ উদ্বোধন করেন (কয়রা-পাইকগাছা) খুলনা -৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। কপোতাক্ষ নদের খুঁটিঘাটা থেকে শুরু করে গোবরা ঢালীপাড়ার মোড়ে এসে শেষ হয়। এ সময় বাইচ নির্বিঘ্ন করতে নদীতে কয়রা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি টিম সার্বক্ষণিক টহল দেন।

বাইচ শেষে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।  প্রথম স্থান অধিকারী কয়রা উপজেলার সুন্দরবন টাইগারকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী কয়রার সোনার বাংলাকে ৬০ হাজার টাকা  এবং তৃতীয় স্থান অধিকারী গোপালগঞ্জের জয় মা কালিকে ৩০ হাজার টাকা উপহার দেয়া হয়।

এসময় উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, কয়রা উপজেলা আওয়ামি লীগের সভাপতি জি এম মহাসিন রেজা, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,  আব্দুল্লাহ আল-মাহমুদ, আব্দুস সামাদ গাজী, মোঃ জুয়েল রানা, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!