খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

নেইমারকে পেতে আল হিলালের বিশাল অংকের প্রস্তাব

ক্রীড়া প্রতিবেদক

গেল কিছুদিন ধরেই নেইমার জুনিয়রকে নিয়ে সরগরম পুরো ফুটবল বিশ্ব। পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়, এমন খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

তবে এরই মধ্যে ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, নেইমার পাড়ি জমাতে পারেন সৌদি প্রো লিগে। তার দাবি, ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বিশাল অংকের প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। যদিও টাকার অংকটা জানা যায়নি। তবে দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে। আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে গোলডটকম।

ইতালিয়ান এই সাংবাদিকের মতে, পরবর্তী ২৪ ঘন্টায় নির্ধারিত হতে পারে নেইমারের ভাগ্য। যদিও তার এজেন্ট এরইমাঝে পিএসজিতে চুক্তি বাতিলের কাজ শুরু করেছেন।

এদিকে মেজর লিগ সকারের ক্লাব লস এঞ্জেলস ও লা লিগার বার্সেলোনা ইতোমধ্যেই নেইমারকে দলে ভেড়ানোর জন্য তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। তবে বার্সায় তার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা প্রথমত বার্সার আর্থিক দুরাবস্থা বাগড়া বাধতে পারে আনুষ্ঠানিক এই চুক্তিতে। সেই সঙ্গে হেড কোচ জাভি চাননা বার্সায় নেইমার আসুক।

আবার মেজর লিগের লস এঞ্জেলসে যাওয়ার সম্ভাবনা যাও ছিল সেটিও আল হিলালের প্রস্তাবের পর ফিঁকে হয়ে গেছে অনেকটাই।

তবে নেইমারের পিএসজি ছাড়ার খবরকে ভুয়া বলছেন নেইমারের বাবা সিনিয়র নেইমার। নেইমারের বাবা তার এজেন্টও বটে। নেইমারের ক্লাব ছাড়ার কথা শুনে সংবাদমাধ্যম লেকিপকে একহাত নিয়েছেন নেইমার সিনিয়র। তিনি বলেন, ‘আমি এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকিপ এখন লে’ফেইক।’

নেইমারের বাবা আরও বলেন, ‘এই খবরটি অন্য কোথাও থেকে এসেছে। তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’

শেষ পর্যন্ত নেইমার সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলে সেটি হবে এই মৌসুমে তাদের সবচেয়ে বড় সাইনিং। দলটি এর আগে সেনেগালের কালিদু কৌলিবালি, সার্বিয়ার মিলাঙ্কোভিচ-সাভিচ এবং পর্তুগালের রুবেন নেভেসকে দলে টেনেছে। আটবারের সৌদি লিগ এবং চারবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি আরও বড় কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।

উল্লেখ্য, নেইমারের আগেও আল হিলাল পিএসজি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। পরে তাকে না পেয়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকেও অফার করে। কিন্তু তিনিও তাদের ফিরিয়ে দেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!