খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

নিষিদ্ধ সংগঠন ‘হরকাতুল জিহাদ’র ৪ জঙ্গির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ৪ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন বিশেষ পিপি মো: শওকত আলী সুজা।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ৪ সদস্য মিজানুর রহমান তুষার (২৩). মো: ওমর ফারুক (১৮), মো: মুজাহিদুল ইসলাম (২১) ও মো: ইউসুফ আল হেলাল (২০)।

এর মধ্যে মিজানুর রহমান তুষারকে আট ধারায় ৬ মাস এবং ৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামি ওমর ফারুক, মজাহিদুল ইসলাম ও ইউনুস আহমেদ আল হেলালকে ৮ ধারায় ৬ মাস এবং ৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বেঞ্চ সহকারী মো: ইকরামুল কবীর কিসমত নথীর বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১৪ অক্টোবর খালিশপুর থানাধীন দারুস সালাম জামে মসজিদের সামনে থেকে হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের ৪ জন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৬। ১৮ অক্টোবর র‌্যাব-৬ এর উপ-পুলিশ পরিদর্শক মফিজুল হক বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১৮। ২০১৪ সালের ২২ জুলাই সিআইডি পুলিশের পরিদর্শক সিঠু রানী দাশ ৪ জনের নামেই চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আজ আদালত এ দন্ডাদেশ দিয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!