খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

নিষিদ্ধ ট্রাক্টরের দখলে কলারোয়ার রাস্তা

কলারোয়া প্রতিনিধি

কলারোয়া পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ পাকাসড়কে শুরু হয়েছে বড় বড় চাকা বিশিষ্ট যন্ত্রদানব খ্যাত ট্রাক্টর (ড্রাম) এর তান্ডব। যা কি-না বিদেশ থেকে আমদানি করা হয় জমি চাষের জন্য। সেই ট্রাক্টর এখন দাপিয়ে বেড়াচ্ছে লোকালয়ে। মাটি বহনের জন্য প্রতিনিয়ত ভাটা মালিকেরা এবং বিভিন্ন পুকুর ও ডোবা ভরাটের জন্য এই ট্রাক্টর ব্যবহার করে যাচ্ছে।

কলারোয়া পৌর বাজারে প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চলাচল করছে ১০/ ১৫ টি যন্ত্রদানব ট্রাক্টর। ওই ট্রাক্টর রাস্তা দিয়ে চলাচল করার সময় আতঙ্কে রাস্তা থেকে সরে যাচ্ছে পথচারীরা। রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ২০০শতাধিক দানব ট্রাক্টরচলাচলের সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে পথচারীদের। তারা প্রতিদিন হেলাতলা ইউনিয়নের কৃষি মাঠ থেকে মাটি কেটে কলারোয়া পৌর সদরের মির্জাপুরের রাণী ব্র্কিস ইটভাটায় নিয়ে যাচ্ছে।

গত ১মাস ধরে এই ট্রাক্টর চলাচল করলেও প্রশাসন রয়েছে নিরবে। সরকারের কোটি কোটি টাকার রাস্তা নষ্ট হলেও দেখার মতো কোন লোক নেই। রাত হলে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। একই সাথে রাতে বাসা বাড়ীতে লোকজন ঘুমও পড়তে পারছে না। বিকট শব্দে ঘুম ভেঙ্গে যাচ্ছে। শিক্ষার্থীরাও রাতে বাসায় বসে পড়তেও পারছে না।

এমনকি রাস্তায় মাটি পড়ে কাদায় ও ধুলায় পরিণত হচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত ওই গাড়ি চলাচলের কারণে নষ্ট হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকার রাস্তা, আর লাভবান হচ্ছে ট্রাক্টর মালিক ও ভাটার মালিকেরা আর ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের।

বিষয়টি নিয়ে স্থানীয়রা ট্রাক্টর মালিকদের নিষেধ করলেও তারা কোনরূপ কর্ণপাত না করে বরং নিষেধকারীদের মারমুখী হচ্ছে। কোনভাবেই থামছেনা তাদের দৌরাত্ম। কলারোয়া পৌরসভার সাবেক এক কাউন্সিলর বলেন, আমি ট্রাক্টর চালক-মালিকদের বারবার নিষেধ করলেও তারা কথা কোনরূপ কর্ণপাত করছে না। এলাবাসী এই দানব ট্রাক্টর বন্দের দাবী জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!