মণিরামপুর পৌরসভা নির্বাচনের বাকী মাত্র ৯ দিন। মেয়রসহ ১৩ পদে নির্বাচিত হতে প্রায় নাওয়া-খাওয়া বন্ধ করে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি ভোটের মাঠ চষে চলেছেন ৫১ প্রার্থী।
চলতি মাসের ৩০ জানুয়ারি এবারের নির্বাচনে মেয়র পদে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান (নৌকা) এবং সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন (ধানের শীষ)। এছাড়া মেয়র পদে অপর প্রার্থী ইসলামী আন্দোলনের মাষ্টার আবু তালেব (হাতপাখা) ভোটের মাঠে রয়েছেন।
জানাযায়, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৫ জন প্রায় নাওয়া-খাওয়া বন্ধ করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন নির্বাচনী লড়াইয়ে থাকলেও নির্বাচিত ঘোষণা করা হবে ৯ ওয়ার্ডে ৯ জনকে। অপরদিকে, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিলেও ৩ ওয়ার্ডের সমন্বয়ে ১ জন করে মোট ৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। প্রতীক বরাদ্দের দিন থেকে দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত ৫১ জন প্রার্থীর পক্ষে নানা প্রতিশ্রুতিতে বিরামহীনভাবে মাইকে প্রচার-প্রচারণার পাশাপাশি বিশেষ করে ওয়ার্ডে ওয়ার্ডে নৌকা ও ধানের শীষ প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সহিদুর রহমান জানান, পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯’শ ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮’শ ৩৬ এবং ১১ হাজার ১’শ ২৯ জন নারী ভোটার রয়েছেন।
খুলনা গেজেট/ টি আই