খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

নিরাপদ আম পরিবহনে সাতক্ষীরায় সদাগর এক্সপ্রেসের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 

সাতক্ষীরার আম নিরাপদ পরিবহনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের টাইগার প্লাস হোটেলের হলরুমে এ সভা অনুষ্টিত হয়। আসন্ন আম মৌসুমে সেবা প্রদানের লক্ষ্যে সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেড সাতক্ষীরার এজেন্ট, প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ শাহিনূর রহমান বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদাগর এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।

সদাগর এক্সপ্রেস লিমিটেড সাতক্ষীরার মার্কেটিং ম্যানেজার শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদাগর এক্সপ্রেস লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা মোঃ ইমদাদুল ইসলাম, বিজনেস ডেভলপমেন্ট ও এজিএম মোঃ মাসুম বিল্লাহ, সদাগর এক্সপ্রেস লিমিটেড যশোরের এজিএম মোঃ সাহাদাড হোসেন, ফরিদপুরের ম্যানেজার নূর ইসলাম, সাতক্ষীরার ম্যানেজার জুবায়ের রহমান, এজেন্ট, প্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে শেখ হাসানাত মোস্তফা টফি, মোঃ আব্দুস ছালাম, মাও. মোঃ রমজান আলী, মোঃ রাজু আহমেদ, মোঃ আব্দুর রাজ্জাক, গোলাম রসুল, অসিম সাধু, জি এম হেলাল প্রমুখ।

সভায় বলা হয়, সদাগর এক্সপ্রেস লিমিটেড আসন্ন আম মৌসুমে গ্রাহকদের নিরাপদ পরিবহন সেবা দিতে প্রস্তুত। সাতক্ষীরার আম যথাসময়ে নিরাপদে কাস্টমারের কাছে পৌঁছে দিব। সেজন্য আপনারা আমের ক্যারেট বা প্যাকেটগুলোর প্যাকেজিং ভাল মানের করবেন। তাহলে আম আর নষ্ট হবে না। বর্তমান সারাদেশে সদাগর এক্সপ্রেস লিমিটেডের মোট ১৭২ টি শাখা আছে। যাতে প্রায় দেড় হাজার জন কর্মরত আছেন। যার শুরুটা খুবই কঠিন ছিল। মাত্র ১৭ মাসেই দেশের মানুষের মাঝে স্থান করতে পেরেছি আমরা। আর আপনাদের সহযোগিতা পেলে আরো এগিয়ে যাবে সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেড।

 

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!