রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ ঘটনায় বিএনপির তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের পেছনের রেলগেট থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিএনপিকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এসময় একজনকে গুলতি দিয়ে ইটের খোয়া ছুড়তে দেখা যায়।
রোববার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা চলে। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ‘ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, ‘প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’