নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
এ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণসহ গল্লামারী স্মৃতি সৌধে সকাল ৯ টায় পুষ্পার্ঘ অর্পন করা হয়।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন রানা, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান, বিভাগীয় প্রধানগণ সহকারি প্রক্টরবৃন্দ, ভারপ্রাপ্ত জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দু’আ পরিচালনা করেন ক্বারী মোঃ লুৎফর রহমান।