খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসি গঠনে সার্চ কমিটি ১০ জনের নাম রাষ্ট্রপতি পালিয়েছে
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

নবমুসলিম গৃহবধূকে হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নগরীতে নবমুসলিম গৃহবধূ জান্নাতুল ফেরদাউস উপমাকে অযথা হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে পিতৃালয়ের লোকজনদের বিরুদ্ধে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেছেন তিনি।

নগরীর ৪৪/৩ শামসুর রহমান রোডের বাসিন্দা বিশ্বজিৎ সাহার কণ্যা উপমা সাহা গত ১১ সেপ্টেম্বর নোটারী পাবলিকের (যার সিরিয়াল নং ১৪৪৩/২০২৩) মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘জান্নাতুল ফেরদাউস উপমা’ নাম গ্রহন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও বিনাপ্ররোচনায় ইসলাম ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহনের পর নিজে নাম নিয়েছেন, ‘জান্নাতুল ফেরদাউস উপমা’। প্রাপ্ত বয়স্ক ও মুসলিম হিসেবে ইসলামী অনুশাসনে জীবন-যাপন করার তাগিদে গত ১১ সেপ্টেম্বর সে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে নোটারী পাবলিকের মাধ্যমে নগরীর ৪১নং ফরাজীপাড়া নিবাসী মোঃ শহিদুল হকের ছেলে মোঃ ইমজামামুল হকের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এ ঘটনার পর থেকে কল্প-কাহিনী সাজিয়ে তাকে, তার স্বামী ও পরিবার-পরিজনকে হয়রানিমুলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। নবদম্পত্তিকে জীবন নাশের হুমকিও দিচ্ছে ওরা। স্বামী-সংসার নিয়ে শান্তিপূর্ণভাবে ইসলামের ওপর বাকি জীবনটা কাটিয়ে দিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করে সকলের দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছে নবদম্পত্তি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!