খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নববর্ষে খুলনা নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।

একই সাথে সিটি মেয়র প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নগরবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, সচেতনতা এবং সতর্কতাই এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তিনি নিজেকে, নিজের পরিবারকে, সর্বোপরি খুলনাকে নিরাপদ রাখার স্বার্থে নববর্ষের অনুষ্ঠান পরিহার ও জনসমাগম এড়িয়ে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সিটি মেয়র বাংলা শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ, সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!